Logo

সারাদেশ

মাগুরায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৭

মাগুরায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মাগুরার শালিখা উপজেলায় স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় পলাতক স্বামী মিজানুর রহমান (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরিদপুর জেলার সালথা থানার মুরাটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত সোনালী খাতুন (৩৮) শালিখার ছান্দড়া গ্রামের মজিদ মণ্ডলের মেয়ে।

শালিখা থানার ওসি ওলি মিয়া জানান, ১২ জুলাই ভোরে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরেন মিজানুর। স্ত্রী ফোন ধরেননি বলে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা ভেঙে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই সোনালীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই দাউদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা (নং–০৩) করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে মিজানুরকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর