Logo

সারাদেশ

কুমিল্লায় বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:১৩

কুমিল্লায় বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩টি মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লামুখী লেনের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট (৩৫)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুনসহ তিনজন নারী ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে উঠেছিলেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে থামার পর পানি কিনতে বাস থেকে নেমেছিলেন মামুন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর হামলাকারীরা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ওসি জুনায়েত চৌধুরী আরও জানান, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর