Logo

সারাদেশ

নওগাঁয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:১৩

নওগাঁয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর মান্দা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সাবাইহাট দক্ষিণাংশে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক চৌদ্দমাইল মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন আহত হন।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক দুটি সরানোর কাজ চলছে। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে নিয়ন্ত্রণে আনা হয়।’

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর