কালিয়াকৈরে নৌকাডুবি : এক বন্ধুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৫৩
-68847b674fb91.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৬ জুলাই) সকালে সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮)-এর লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় করে মকস বিলে যান। তীব্র বাতাসে নৌকাটি ডুবে গেলে তিনজন নিখোঁজ হন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে।
এখনো নিখোঁজ রয়েছেন উপজেলার কারুল সুরিচালা এলাকার মেহেদী হাসান (১৮) ও শিমুল (১৯)। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে আমাদের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।’
মো. দেলোয়ার হোসেন/এআরএস