Logo

সারাদেশ

মহেশপুর সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:১৭

মহেশপুর সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে পালিয়ে যায়।

পরে পোটলা খুলে পাওয়া যায় ৪ কেজি ২০৩.১১ গ্রাম ওজনের মোট ৩১টি স্বর্ণবার। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

বিজিবি জানিয়েছে, স্বর্ণ পাচারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং চোরাকারবারিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর