টাঙ্গাইলে ছেলের হাতে ৭০ বছর বয়সী মা খুন, অতঃপর...

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:২৩

ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে খাবার সময় কথা কাটাকাটির একপর্যায়ে ৭০ বছর বয়সী মাকে হত্যা করেছেন ইউনুস মন্ডল (২৫) নামের এক যুবক। পরে থানায় গিয়ে পুলিশের কাছে নিজেই আত্মসমর্পণ করেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, ঘটনার পরদিন শনিবার (২৬ জুলাই) ভোরে ইউনুস নিজেই মির্জাপুর থানায় গিয়ে মাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস পুলিশকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় সে তার মাকে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
রাব্বি ইসলাম/এএ