Logo

সারাদেশ

বান্দরবানে সেবা মেলা ও শপথ পাঠ কর্মসূচি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩১

বান্দরবানে সেবা মেলা ও শপথ পাঠ কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং লাখো কণ্ঠে শপথ পাঠ করা হয়। পরে আলোচনা সভা ও সেবা মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।

সেবা মেলায় ভাতা প্রদান, অনুদান বিতরণ, সুদমুক্ত ঋণ এবং প্রতিবন্ধী সেবা কার্যক্রমসহ নানা সরকারি সেবার তথ্য ও সহায়তা প্রদান করা হয়। অতিথিরা স্টল পরিদর্শন করেন।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর