আশুলিয়ায় ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৫৪

সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি সাউন্ড সিস্টেম দোকানে এ ঘটনা ঘটে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন- আশুলিয়ার তৈয়পুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমীর দাস (২৫), একই এলাকার গিয়াস উদ্দিন ওরফে ইমরান মোল্লার ছেলে অভি রহমান (১৬) ও মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে অভি রহমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে অভি তাকে শাহীন সাউন্ড সিস্টেম নামের দোকানে ডেকে নেয়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল সমীর দাস। এরপর অভি ও সমীর মিলে তাকে ধর্ষণ করে। এ সময় তাদের সহায়তা করে বন্ধু শুভ ইসলাম।
পরে ভুক্তভোগী ছাত্রী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুল হান্নান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।
হাসান ভুঁইয়া/এমবি