Logo

সারাদেশ

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:৪৫

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

ছবি : সংগৃহীত

শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে কালীগঞ্জের তুষভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী তুলে দেন। 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাবু, সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, হুমায়ুন কবীর বাবুসহ অনেকে বক্তব্য রাখেন। 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

টিটুল ইসলাম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর