Logo

সারাদেশ

আ.লীগ নেতাকে ধর‌তে গি‌য়ে ব‌টির আঘা‌তে এসআই আহত, আটক ২

Icon

কু‌ষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:২০

আ.লীগ নেতাকে ধর‌তে গি‌য়ে ব‌টির আঘা‌তে এসআই আহত, আটক ২

ছবি : বাংলাদেশের খবর

কু‌ষ্টিয়ায় স‌ন্দেহভাজন আসামী হিসেবে আওয়ামী লীগ নেতাকে ধর‌তে গি‌য়ে তার ছে‌লের ব‌টির আঘা‌তে ইসরা‌ফিল হো‌সেন (৪৮) না‌মে এক গো‌য়েন্দা পু‌লিশের এসআই আহত হ‌য়ে‌ছেন। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ওই নেতা ও তার ছেলেকে আটক করে পুলিশ।

শ‌নিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে শহ‌রের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কু‌ষ্টিয়া গো‌য়েন্দা পু‌লি‌শের (ডি‌বি) মুরাদ হো‌সেন বাংলাদেশের খবরকে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ন। 

আটক হওয়া ব‌্যক্তিরা হ‌লেন, হারুন-উর-র‌শিদ (৫০) ও তার ছে‌লে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ব‌লে দলীয় সূ‌ত্রে জানা গে‌ছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার বেলা ১২টার দি‌কে হারুনকে গ্রেপ্তারে ডি‌বি পু‌লিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারু‌নের ছে‌লে প্রণয় এসআই ইসরা‌ফি‌লের পি‌ঠে ব‌টি দি‌য়ে আঘাত করে। এই হামলায় তি‌নি আহত হলে তা‌কে উদ্ধার করে জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হয়। পরে ডি‌বি পু‌লিশ অভিযান চালিয়ে বাবা-‌ছে‌লে‌কে আটক ক‌রে নি‌য়ে গে‌ছেন। 

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম বাংলাদেশের খবর‌কে ব‌লেন, আহত পু‌লিশ সদস্যের পি‌ঠে ধারা‌লো কিছু দি‌য়ে আঘা‌তের দুইটি চিহ্ন ছিল। তাকে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। 

মুরাদ হো‌সেন (ডিবি) ব‌লেন, স‌ন্দেহভাজন এক আসামী‌কে ধর‌তে গি‌য়ে হামলায় একজন পু‌লিশ আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনার দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। যা‌কে ধর‌তে গি‌য়ে‌ছিল তি‌নি আওয়ামী লীগ নেতা। ত‌বে কোন মামলায় ওই নেতাকে ধরতে যাওয়া হয়েছিলো সেই বিষ‌য়ে কোন তথ‌্য দেন‌নি তি‌নি। 

আকরামুজ্জামান আরিফ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর