Logo

সারাদেশ

পটুয়াখালীতে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৪৩

পটুয়াখালীতে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীতে কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষার দাবিতে ‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে শতাধিক লোকের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার হাতে উপস্থিত হওয়াদের মধ্যে ছিলো কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামি, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদয় সমাবেশ এবং কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। এছাড়া এতে স্থানীয় বাসিন্দারাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ও পরিবেশ অব্যাহতভাবে ধ্বংস হওয়ার ফলে এর থেকে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে। বাঁধ ভাঙ্গন রোধে যদি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হয় তাহলে কুয়াকাটা বিলীন হয়ে যাবে। এছাড়া বক্তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ — একে রক্ষা করা সবার দায়িত্ব।

এদিকে কুয়াকাটার সৈকতের গুরুত্বপূর্ণ স্থান মেরিন ড্রাইভ ও ট্যুরিজম পার্ক পরের জোয়ারে সাগরে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা। 

জাকারিয়া জাহিদ/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর