Logo

সারাদেশ

মেঘনায় ডুবল ৬টি বাল্কহেড

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২১:০০

মেঘনায় ডুবল ৬টি বাল্কহেড

ছবি : সংগৃহীত

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে ‎ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকা পড়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

‎শনিবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক ও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল। 

‎‎‎কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে। 

‎অপরদিকে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকা পড়েছে। 

‎গাজী আরিফুর রহমান/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর