Logo

সারাদেশ

গাজীপুরে সড়ক অবরোধে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:২৯

গাজীপুরে সড়ক অবরোধে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে সড়ক অবরোধে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ভারতীয় কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আর-কে সিরামিক কারখানার শ্রমিকরা। 

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সোয়া ৮টার দিকে পুনরায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

সংঘর্ষে শ্রমিক ও পুলিশসহ অন্তত ৫ জন আহত হন। ঘটনায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপকারী একজন শ্রমিককে আটক করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না। আন্দোলনরত শ্রমিকদের দাবি—নূন্যতম বেতন ৭ হাজার টাকায় বৃদ্ধি, সব শ্রমিকদের তিন বছর পরপর পদোন্নতি, কারখানা থেকে ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

কারখানায় কর্মরত শ্রমিক আরিফ জানান, ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, প্রতি মাসে হাজিরা বোনাস ১৫০০ টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বয়স্কভাতাসহ পুরাতন সকল সুযোগ-সুবিধা পুনরায় চালু করাসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, সকাল থেকে শ্রমিকরা ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো পূরণের চেষ্টা করছি।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর