
ছবি : বাংলাদেশের খবর
মাগুরা শহরের ঋষি পাড়ার ছায়াবিথী সড়কে ভজন কুমার গুহ (৫২) নামে এক কলা ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ভজন কুমার গুহ শহরের ঋষিপাড়ার সেলিম রেজার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তারা দুই ভাই। নিজেদের জায়গা-জমি নেই। চার মাস আগে ঋষিপাড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন। শনিবার রাতে বড় ভাই সাধন কুমার গুহ রাতের খাবারের জন্য বসেছিলেন—এমন সময় বাইরে থেকে ডেকে স্থানীয়রা জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শনিবার রাতেই আবির হাসান (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার কিছু পর আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করি। পরে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলার সময় আবিরকে সন্দেহ হলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ঘর তল্লাশি করে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তাছিন জামান/এমবি