Logo

সারাদেশ

বিমান বিধ্বস্ত : ভোলায় মাসুমার দাফন সম্পন্ন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৩:৩৭

বিমান বিধ্বস্ত : ভোলায় মাসুমার দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আয়া মাসুমা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

রোববার (২৭ জুলাই) ভোরে মাসুমার নিথর দেহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে পৌঁছায়। পরে সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, মাসুমার স্বামী মো. সেলিম ঢাকার একটি বায়িং হাউজে গাড়িচালক হিসেবে কর্মরত। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকার তুরাগ থানার নয়ানগর শুক্রভাঙা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মাসুমার স্বামী সেলিম বলেন, ঘটনার দিন সে স্কুলে কর্মরত ছিল। বিমান বিধ্বস্তের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, আমার স্ত্রীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম, দুই সন্তানের জন্য হলেও আমার স্ত্রীকে যেন ফিরিয়ে দেন। কিন্তু সে আমাদের রেখে চলে গেলেন। সবাই তার জন্য দোয়া করবেন।

জানাজায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুর উজ্জামান বলেন, উপজেলা প্রশাসন নিহত মাসুমার পরিবারের পাশে রয়েছে। সরকারি সব ধরনের সহযোগিতা তার পরিবারকে দেওয়া হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর