Logo

সারাদেশ

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৪:০৫

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বেগম (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি কুরিয়ার সার্ভিসের ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফাত। গুরুতর আহত অবস্থায় হাওয়া বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত ৫ জনই শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শজিমেক হাসপাতাল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির ট্রাক ও মহাসড়কে নিরাপত্তা ঘাটতির কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর