Logo

সারাদেশ

মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৪:৫৩

মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুরে ‘মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভুল চিকিৎসায় ৯ বছর বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রোববার (২৭ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়, ৫ সদস্যের তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মুহাম্মদ আলীকে। অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ্র সাহা, মেডিকেল অফিসার ডা. বাবুল আক্তার ও স্যানিটারি ইনস্পেক্টর ইসরাত জাহান। তদন্ত কমিটি ওই হাসপাতালে শিশুদের চিকিৎসা পদ্ধতি, ওষুধ ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের ধরণ এবং সেবার মানসহ সবদিক খতিয়ে দেখবেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, শিশু মৃত্যুর ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুত সময়ের মধ্যে সঠিক কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে এ কমিটি কাজ শুরু করেছে। এ সময় তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে অপারেশনের পর বিকেলে তাসরিফা নামের ওই শিশুর মৃত্যু হয়। পরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা গা ঢাকা দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অভিভাবকরা বলছেন, শিশুদের চিকিৎসা নিতে এসে তারা নিরাপদ বোধ করছেন না।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর