ফরিদপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধসহ আহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:২৬
---2025-07-27T152214-6885f0d9c1021.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মালিগ্রাম গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কোহিনূর শেখ (৬০) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই নূর আলম শেখ (৫৫)।
রোববার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই ওই গ্রামের মৃত রহম শেখের ছেলে।
আহত কোহিনূর শেখ বলেন, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে একই এলাকার বেলায়েত আকনের সঙ্গে বিরোধ চলে আসছিল।
তিনি আরও বলেন, ‘বেলায়েত আকন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে-এমন খবর পেয়ে আমি ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করি। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে বেলায়েত আকন তার ভাড়াটে লোকজন নিয়ে জমি দখল করতে আসে। বাধা দিলে তারা আমাকে মারধর করে।’
তার দাবি, হামলায় নেতৃত্ব দেন কুদ্দুস মোল্লা (৫৬), আলমগীর মেম্বার (৫০) ও আছাদ মাতুব্বর (৫০)। তিনি আরও জানান, তার ভাই নূর আলম শেখ এগিয়ে এলে তাকেও শাবল দিয়ে আঘাত করা হয়।
অভিযুক্ত বেলায়েত আকন অভিযোগ অস্বীকার করে জানান, ‘আমি আমার ক্রয়কৃত জমি বুঝে নিতে সালিশের উদ্যোগ নিয়েছিলাম। সালিশের লোকজন কোহিনূরের কাছে গেলে সেখানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমি কাউকে মারিনি।’
সালিশে উপস্থিত থাকা কুদ্দুস মোল্লা বলেন, ‘আমরা কয়েকজন স্থানীয় ব্যক্তি মিলে সালিশে যাই। কিন্তু কোহিনূর শেখ উত্তেজিত হয়ে আমাদের উপর চড়াও হন। তখনই সংঘর্ষের ঘটনা ঘটে।’
এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রাথমিকভাবে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছিল। পরে সকালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’
এমআই