Logo

সারাদেশ

শিক্ষক সংকটের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:৪০

শিক্ষক সংকটের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন ৮টি টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে দেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। ফলে শিক্ষার মান চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগসহ অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থীরা টাউন হল চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তারা চলমান "কমপ্লিট শাটডাউন" কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে এলেও কার্যত কোনো অগ্রগতি নেই। প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছেন তারা।

তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, ততক্ষণ রাজপথ ছাড়বেন না তারা। প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতেও প্রস্তুত রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, ‘টেক্সটাইল শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা ন্যায্য দাবির জন্য লড়ছি। এ লড়াই চলবেই।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর