কালিয়াকৈরে নৌকাডুবি, তিন বন্ধুর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:০৬
---2025-07-27T160543-6885fa1550cbd.jpg)
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮), কার্লসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯) এবং সফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮)।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে মকস বিলে ঘুরতে যান। হঠাৎ তীব্র বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে জীবিত উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। শনিবার (২৬ জুলাই) সকালে রফিকুল ইসলাম এবং বিকেলে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।’
- এমআই