Logo

সারাদেশ

সাভারে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:১৪

সাভারে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ছয়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সোনিয়া আক্তার শরিয়তপুর জেলার নড়িয়া থানার পান্ডিশাহ এলাকার মৃত রতন আলী খা'র মেয়ে। সে রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী এলাকায় বসবাস করছিলেন।

আশুলিয়া থানা পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সোনিয়াকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষেয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘গ্রেপ্তার নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর