Logo

সারাদেশ

চরফ্যাসনে ধরা পড়ল বিরল সামুদ্রিক লবস্টার

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:২৯

চরফ্যাসনে ধরা পড়ল বিরল সামুদ্রিক লবস্টার

ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাসনের সামরাজ উপকূলে বিরল প্রজাতির একটি সামুদ্রিক লবস্টার ধরা পড়েছে। শুক্রবার সকালে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে প্রাণীটি। পরে এটি কাশেমগঞ্জ বাজারে আনা হলে উৎসুক মানুষ ভিড় করেন সেটি দেখতে।

বিশেষজ্ঞদের মতে, লবস্টারটির বৈজ্ঞানিক নাম Panulirus versicolor— যা ‘পেইনটেড স্পেইনি লবস্টার’ নামে পরিচিত। উজ্জ্বল রঙ ও দৃষ্টিনন্দন গঠনের জন্য প্রজাতিটি নজরকাড়া।

চরফ্যাসনের সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘এটি অত্যন্ত দুর্লভ ও আকর্ষণীয় এক প্রজাতির লবস্টার। আমাদের উপকূলে এর পাওয়া গুরুত্বপূর্ণ একটি সংযোজন।’

জীববিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতির উপস্থিতি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, গবেষণা এবং উপকূলীয় ইকো-ট্যুরিজম বিকাশে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর