Logo

সারাদেশ

বাউফলে নদীর পানি ঢুকে ২০ গ্রাম প্লাবিত

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:৪০

বাউফলে নদীর পানি ঢুকে ২০ গ্রাম প্লাবিত

ছবি : বাংলাদেশের খবর

টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

নিম্নচাপের প্রভাবে তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর পানি ৩-৪ ফুট বেড়ে যাওয়ায় চন্দ্রদ্বীপ, কালাইয়া, নাজিরপুর, কাছিপাড়া, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বিশেষ করে চন্দ্রদ্বীপ ইউনিয়নের দক্ষিণ, পশ্চিম ও উত্তর অংশের রাস্তাঘাট, বসতবাড়ি এবং বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

কালাইয়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার বলেন, ‘বাড়িঘর পানির নিচে, পরিবার নিয়ে চরম দুর্ভোগে আছি।’

কৃষক মজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে বীজতলা ডুবে গেছে, এতে আমন চাষে বীজ সংকট দেখা দিতে পারে।

চন্দ্রদ্বীপের ইমরান হাওলাদার বলেন, ‘চারপাশে নদী, কিন্তু নেই কোনো বাঁধ। পানির সঙ্গে ঢুকে পড়ে সাপ ও পোকামাকড়।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, ‘ক্ষয়ক্ষতির তথ্য মাঠপর্যায়ে সংগ্রহ করা হচ্ছে।’

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা মাইদুল জানান, ‘আবহাওয়ার আপডেট পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঝড় ও বৃষ্টি বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর