তেঁতুলিয়ায় ট্রলারডুবির তিন দিন পর মিলল তরুণের লাশ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:৪৫
-6886034899a20.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টেকনাফের তেঁতুলিয়া নদীতে ট্রলারডুবির তিন দিন পর নিখোঁজ ইমরান শরীফের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া মুন্সিবাড়ি পয়েন্টে নদীতে ভেসে থাকা অবস্থায় পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পান।
ইমরান চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব চর গ্রামের বাসিন্দা মনির শরীফের ছেলে।
পরিবার জানায়, শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নিমদী ঘাট থেকে বরফ কলের উদ্দেশ্যে কালাইয়া বন্দরের দিকে ট্রলারে রওনা দেন ইমরান। মাঝপথে ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবে যায়। তখন থেকেই ইমরান নিখোঁজ ছিলেন।
নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম শরীফ বলেন, ‘ইমরান নিখোঁজ হওয়ার পর নদীর পাড়ে বসে আমরা অপেক্ষা করছিলাম। আজ ভোরে তার মরদেহ নদীতে ভেসে ওঠে। আমাদের কোনো অভিযোগ নেই।’
নৌপুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, ‘ফায়ার সার্ভিস ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। ভোরে পরিবারের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পাই। মরদেহ নিহতের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
আরিফুল ইসলাম সাগর/এআরএস