-6886043444f52.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সোমবার (২৭ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর।
মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে ১৭টি স্টল অংশ নেয়। মেলার স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা।
আকতারুজ্জামান/এআরএস