মেজর হাফিজ
ছাত্ররা দুর্নীতির কাছে ‘আত্মসমর্পণ’ করেছে

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:২২
---2025-07-27T171049-68860c0c6ae8e.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
ছাত্ররা দুর্নীতির কাছে ‘আত্মসমর্পণ’ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ছাত্ররা অনেক সংগ্রাম করেছে কিন্তু তারা দুর্নীতির কাছে দ্রুত আত্মসমর্পণ করেছে। এরা আমাদের নাতির বয়সী। আমরা চাই এই দলটা উঠুক, যেহেতু তারা তরুণ। একসময় তারা ধীরে ধীরে রাজনীতিতে নাবালক থেকে সাবালক হয়ে উঠবে। তারপর এক সময় সরকার গঠন করুক।’
হাফিজ উদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায়। কিন্তু কিছু উপদেষ্টাসহ ছাত্ররা তাকে ভুল বোঝাচ্ছে। নির্বাচন বিলম্বিত করার জন্য ছাত্ররা চিন্তা করছে। এখনো যাদের নিবন্ধন হয়নি তারা কীভাবে ক্ষমতায় যাবে? আগামী নির্বাচন ফেব্রুয়ারি বা যেকোনো দিন দিক। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে।’
তিনি আরও বলেন, ‘যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এসে সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে শুধু গরিমষী করে। এক ধরনের রাজনৈতিক দল আছে বাংলাদেশে যাদের দলে দুই তিন জন নেতাকর্মী। এরা এসে শুধু সংস্কারের কথা বলে। আর উপদেষ্টারাও ভাবে অনেক আরামে আছে, চাইলে টাকাপয়সাও বানানো যায়।’
তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম। সম্মেলনের সভাপতিত্বে করেন বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু।
সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ঐকমত্যের মাধ্যমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও ওমর আসাদ মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ঝড়বৃষ্টিতে ভিজেও তারা স্লোগানে মুখর রাখেন উপজেলা সদর এলাকা।
- আদিল হোসেন তপু/এমআই