বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর প্রকৌশলীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৪২
---2025-07-27T174123-688610a268343.jpg)
নিহত নাছিম মাহমুদ জয় (৩২)।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামে বাংলাদেশ নৌবাহিনীর (নেভি) এক প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন নাছিম মাহমুদ জয়। রোববার মোটরসাইকেলে নওগাঁর দিকে যাওয়ার পথে সান্তাহার রেলগেট পার হচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন চলে এলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
- জুয়েল হাসান/এমআই