Logo

সারাদেশ

জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৪৫

জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

গণসচেতনতা বাড়াতে জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাসান মারুফ।

সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ।

বক্তারা বলেন, মাদক হচ্ছে ধ্বংসের হাতিয়ার—যা একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে মাদকের প্রবেশের ঝুঁকি বেশি হওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মাহফুজ রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর