Logo

সারাদেশ

সরাইলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিএনজি চালকরা

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৫৬

সরাইলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিএনজি চালকরা

ছবি : বাংলাদেশের খবর

সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি, ঘুষ দাবি ও লাইসেন্স সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক-চালকরা।

রোববার (২৭ জুলাই) সকাল থেকে জেলাজুড়ে সব সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এর আগে শনিবার জেলা শহরের মেড্ডা এলাকায় এক জরুরি সভা থেকে কর্মসূচি ঘোষণা করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ’।

রোববার সরাইলের বিভিন্ন এলাকায় সিএনজি স্ট্যান্ডগুলোতে শ্রমিকদের জড়ো হয়ে অবস্থান করতে দেখা গেছে। তারা ব্যাটারিচালিত অটোরিকশার সিট খুলে দিচ্ছেন, চালকদের মারধরের অভিযোগও উঠেছে।

সরাইল উপজেলার অরুইয়াল থেকে আসা এক শিক্ষার্থী জানান, পরীক্ষায় সময়মতো পৌঁছাতে পারেননি। অন্য এক যাত্রী বলেন, ‘দাবি যাই হোক, প্রশাসন যেন যাত্রীদের কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ নেয়।’

ব্যাটারিচালিত অটোরিকশা সংগঠনের নেতা স্বপন মিয়া অভিযোগ করেন, কর্মবিরতিতে তাদের সংশ্লিষ্টতা না থাকলেও তাদের চালকদের মারধর করা হচ্ছে।

সমিতির সভাপতি হাজী মিজানুর রহমান বলেন, ‘লাইসেন্স ইস্যুতে হয়রানি ও ট্রাফিক পুলিশের অব্যাহত জুলুমের প্রতিবাদে এ কর্মসূচি। দাবি মানা না হলে কর্মবিরতি চলবে।’

অন্যদিকে, পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, “যেসব গাড়ির কাগজপত্র নেই, সেগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাগজ থাকলে গাড়ি ছাড়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে কেউ এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।”

রিমন খান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর