Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:০১

নারায়ণগঞ্জে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজটের জন্য অবৈধ অটোরিকশাকে প্রধান কারণ উল্লেখ করে দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত সভায় ৪২টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘শহরের প্রধান সড়কগুলোতে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। চাষাড়া মোড়, রেলগেট, খানপুর, পঞ্চবটি ও কালিরবাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ অটোরিকশা, রিকশা ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ চরমে।’

তিনি অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক ব্যবস্থার দুর্বলতার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি মোবাইল কোর্ট ও ডিজিটাল ট্রাফিক মনিটরিংয়ের প্রস্তাব দেন।

জেলা প্রশাসক বলেন, ‘শহরে অটোরিকশা বাড়ায় পরিস্থিতি জটিল হয়েছে। জনবল সংকট থাকলেও দ্রুত একটি কমিটি গঠন করে সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনায় যাওয়া হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যানজট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর