চাঁপাইনবাবগঞ্জে তরুণ কৃষকদের জন্য বিএমডিএ’র প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:০৬
-688616569a940.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তরুণ কৃষকদের মধ্যে পানিসাশ্রয়ী কৃষিপদ্ধতি প্রসারে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে বিএমডিএর নাচোল জোন প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালায় সেচের পানির অপ্রতুলতা মোকাবিলায় শস্য বিন্যাস এবং AWD (Alternate Wetting and Drying) পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার ও বিএমডিএ’র চলমান প্রকল্পগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ রাজশাহী প্রধান কার্যালয়ের প্রকৌশল, গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক মো. জিল্লুরাইন খান, চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম, পরিদর্শক মো. ইউসুফ আলী, ও মনিটরিং অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
জিল্লুরাইন খান বলেন, “কৃষি উদ্যোক্তাই আগামীর সফল মানুষ। তরুণদের উদ্ভাবনী মেধা দিয়েই কৃষিকে এগিয়ে নিতে হবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে ফলদ গাছ ও AWD পাইপ বিতরণ করা হয়।
বদিউজ্জামান রাজাবাবু/এআরএস