Logo

সারাদেশ

গাজীপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:১৭

গাজীপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম কাদ্দিহান খন্দকার সাদ্দান।

সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং প্রকৌশলী খন্দকার ইমনের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যায় নিতম্বে ব্যথা অনুভব করলে শিশুটিকে কালীগঞ্জের নুবহা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে ফোঁড়ার অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেদিন রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাইনুল ইসলামের নেতৃত্বে মাত্র ১৫ মিনিটে অপারেশন সম্পন্ন হয়।

অপারেশনের কিছুক্ষণের মধ্যেই শিশুটির রক্তবমি শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার জেনারেল হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয় শিশুটিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির নানা সৈয়দ আজহারুল আলম বুলবুল বলেন, ‘নুবহা হাসপাতালের দায়িত্বে অবহেলা ও ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই আমার নাতি মারা গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এছাড়াও শিশুর বাবা খন্দকার ইমন অভিযোগ করে বলেন, ‘অপারেশনের পরপরই রক্তবমি শুরু হয়, কিন্তু দ্রুত চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসায় অবহেলার কারণেই আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে নুবহা হাসপাতালের পরিচালক মো. মিলন মিয়া দাবি করেন, শিশুটি আমাদের হাসপাতালে মারা যায়নি, মারা গেছে উত্তরায়। তবে চিকিৎসায় অবহেলার প্রশ্নে তিনি ফোন কেটে দেন। 

এদিকে অপারেশনের দায়িত্বে থাকা সার্জন ডা. মাইনুল ইসলাম মন্তব্য করতে রাজি না হয়ে পরে মেসেজে জানান, ‘অ্যানাস্থেসিস্টকে কল করে বিস্তারিত জানুন।’

অপারেশনে অ্যানাস্থেসিয়া দেওয়া চিকিৎসক ডা. এমরান হোসেন বলেন, ‘শিশুটিকে ঘুম পাড়িয়ে ফোঁড়ার অপারেশন করা হয়েছিল। দুই ঘণ্টা পর রক্তবমি শুরু হয়। চিকিৎসায় কোনো ভুল ছিল না।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালে গিয়েছিলাম, তবে লিখিত অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।’

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ‘ঘটনাটি প্রথম আপনার কাছে শুনলাম। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব ।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর