Logo

সারাদেশ

মুন্সীগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:৩৮

মুন্সীগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সারোয়ার হোসেন নান্নু (৬০)। ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০)।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ভর্তি করার আগেই তিনি মারা যান।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘গত ৫ মে রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। সারোয়ার হোসেন নান্নু তিন কন্যার জনক। তাদের দুজন ঢাকায়, একজন যুক্তরাজ্যে বসবাস করেন।’

পরিবার সূত্রে জানা যায়, তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবও কিছুদিন মুন্সীগঞ্জ কারাগারে ছিলেন। বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘গত বছরের ৪ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের সময় সহিংসতায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় নান্নুকে গ্রেপ্তার করা হয়েছিল।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর