Logo

সারাদেশ

মাইলস্টোন ট্রাজেডি

নিহত মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:৫৮

নিহত মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবুর রহমান মাহতাবের কবর জিয়ারত করেছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

রোববার (২৭ জুলাই) দুপুরে তারা মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে যান। সেখানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. আতিক হাসান (পিএসসি)। তিনি বলেন, ‘নিহত মাহতাবের স্মৃতির প্রতি বিমান বাহিনী ও বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি। এই শোক শুধু পরিবারের নয়, পুরো দেশের। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত চলছে। পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যেসব সহায়তা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে আইএসপিআরের মাধ্যমে।

নিহত মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, ‘সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার একমাত্র চাওয়া-মাহতাব যেন শহীদের মর্যাদা পায়।’

উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মাহতাব গুরুতর দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন মাহতাব ২৪ জুলাই দুপুরে মারা যান। সেদিন রাতেই তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর