Logo

সারাদেশ

১০ ট্রাক অস্ত্র ইস্যুতে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:১০

১০ ট্রাক অস্ত্র ইস্যুতে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনার মদনে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ জুলাই) বিকেলে মদন পৌর এলাকার জাহাঙ্গীরপুরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়।

এর আগে, নেত্রকোনায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে ১০ ট্রাক অস্ত্র মামলা প্রসঙ্গে মন্তব্য করেন। এরই প্রতিবাদে মদনে তাৎক্ষণিক কর্মসূচি নেয় বিএনপি।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদল নেতা গোলাম রাসেল, হুমায়ূন কবির, ছাত্রদলের মাহমুদুর রহমানসহ অনেকে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর