রংপুরে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:১৪
-6886264a345cb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রংপুরে শুরু হতে যাচ্ছে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে রোববার বিকেলে রংপুর স্টেডিয়ামে।
লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে। আগামীকাল সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে রংপুর সদর ও কাউনিয়া উপজেলা দল।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। চব্বিশের চেতনায় আয়োজন করা এই টুর্নামেন্ট প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ করে দেবে।’
সাহানুর/এআরএস