গৌরনদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৪০
---2025-07-27T193951-68862c482ff8e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আগামী ৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় সিনিয়র নেতাকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি অডিটোরিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে সেখানে প্রস্তুতি সভা শুরু হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু অভিযোগ করে বলেন, আমাকে দাওয়াত না দিয়েই সভা আয়োজন করা হয়। দাওয়াত না পেলেও আমি সভাস্থলে যাই। তখন সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমার সমর্থকরা এর প্রতিবাদ করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আমি আমার সমর্থকদের শান্ত করি। কিন্তু তখনই হান্নান শরীফের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার দুই কর্মীকে আহত করে।
তিনি আরও জানান, পরে অডিটোরিয়ামের ঘটনা কেন্দ্র করে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. রমজানকে একা পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় মারধর করে রক্তাক্ত জখম করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ‘শান্তিপূর্ণ সভায় কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে আমার দুই কর্মীকে মারধর করেছে।’
তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ছাত্রদল নেতা জসিম শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
- এমআই