Logo

সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা

বিচারিক কার্যক্রমে অগ্রগতি, গণভবন হবে জাদুঘর

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৪৮

বিচারিক কার্যক্রমে অগ্রগতি, গণভবন হবে জাদুঘর

ছবি : বাংলাদেশের খবর

বিচারিক কার্যক্রমে অগ্রগতি, গণভবন হবে জাদুঘর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৭ জুলাই) বিকেল ৫টায় মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় '৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পতাকা একাত্তর ভাস্কর্য সংলগ্ন স্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত এক বছরে বিচারিক কার্যক্রম যতটুকু এগোনোর কথা, হয়ত পুরোটা হয়নি, তবে অগ্রগতি হয়েছে। চট্টগ্রামসহ বেশ কিছু মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। একটি ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনের নাম দেওয়া হয়েছে। এতে তদন্তে সময় বেশি লাগছে। নির্দোষদের আসামি না করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে সরকার কাজ করছে। যদিও এটি সরাসরি আমার দায়িত্ব নয়, তারপরও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছি।’

প্রথমে শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গণভবনকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা চলছে। এটি ফ্যাসিবাদের পতনের ঘটনাগুলোকে কেন্দ্র করে করা হচ্ছে। পনেরো-সাড়ে পনেরো বছরের ইতিহাসকে সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, সারা দেশে শহীদদের কবর সংরক্ষণের বাধ্যবাধকতা তৈরির পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলছে। পাশাপাশি, জুলাই শহীদদের আত্মত্যাগের বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প’ প্রসঙ্গে আদিলুর রহমান বলেন, ‘একনেক সভায় আমি প্রকল্পটি ফেরত দিয়েছি। এর মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে, তদন্তের প্রয়োজন আছে। পুনরায় পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর