গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৫৯
-688630bf77b08.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি গ্রামে নদীতে গোসল করতে নেমে আল-আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ওই গ্রামের ফজল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামে আল-আমিন। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় তার ঘাড় ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, পানিতে লাফ দেওয়ার সময় কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে।
ফজলুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুকতার হোসেন বলেন, ‘ঘটনাটি শোকাবহ। থানায় জানানো হয়েছে।’
ফুলছড়ি থানার পুলিশ জানায়, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আতিকুর রহমান/এআরএস