কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:০৪
-688631d6d7225.jpg)
ছবি : বাংলাদেশের খবর
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন কার্যক্রম ও নিবন্ধন না থাকা—এসব অভিযোগে কিশোরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২৬ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য আইনের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) এসব জরিমানা করা হয়।
কটিয়াদীর হাজী ফুড প্রোডাক্টস ও রূপালী বেকারিকে ১ লাখ টাকা করে, বাজিতপুরের হাবীব বেকারি ও অলিউল্লাহ স্টোরকে ১ লাখ টাকা করে, হোসেনপুরের ময়নামতি রেস্টুরেন্ট, শাহী মহল রেস্তোরাঁ ও কূলেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
সরারচর হালিমপুর এলাকার শামীম বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অননুমোদিত খাদ্য রং পাওয়া গেলে মালিক পালিয়ে যান। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সহায়তা করেন।
আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস