জামালপুরে চার হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:১৩
---2025-07-27T201256-688633f56295e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে চার হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষপাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০) এবং কাঁচাসড়া এলাকার সাগর রহমান শাকিল (২৫)।
রোববার (২৭ জুলাই) বিকেলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ, পিপিএম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিবের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দয়াময়ী মোড়ে অভিযান চালিয়ে পালানোর সময় শাহরিয়ার আহমেদ শিপু ও সাগর রহমান শাকিলকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা।
পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই রাতেই বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলায় খন্দকার আলী আকবর আজমের বাসায় অভিযান চালানো হয়। তল্লাশিতে আজমের দেহ ও বাসা থেকে ৪০টি পোটলায় মোট ৪ হাজার পিস ইয়াবা, ১ গ্রাম ইয়াবার গুঁড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
আনুমানিক ১২ লাখ ৩ হাজার টাকার এই মাদক উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানকে উল্লেখযোগ্য সাফল্য বলে উল্লেখ করেন ডিবির ওসি মো. নাজমুস সাকিব। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, ‘ডিবি-১ এর সুসমন্বিত পরিকল্পনা ও তৎপরতার ফলে জেলার মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যুক্ত হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
- এমআই