নান্দাইলে পথসভা : ‘আসছেন’ বলে প্রচারণা, এলেন না এনসিপি নেতারা
নিরাপত্তার অজুহাতে সভায় না যাওয়ায় ক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:১৬
-688634bf67786.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে শনিবার (২৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ।
পথসভায় অংশ নিতে বিকেল থেকে শত শত মানুষ জড়ো হলেও রাত ১০টা পর্যন্ত অপেক্ষার পরও কেন্দ্রীয় নেতারা উপস্থিত না হওয়ায় অনেকে হতাশ হয়ে ফিরে যান।
আয়োজকরা মঞ্চ থেকে নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় নেতারা সভায় যোগ দিতে না পারার দুঃখ প্রকাশ করে ২৮ জুলাই ময়মনসিংহের সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।
তবে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার সাংবাদিকদের জানান, নান্দাইলে এনসিপির পথসভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। নেতাদের আসা-না আসা তাদের দলীয় সিদ্ধান্ত।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনের ব্যাপারে গত কয়েক দিন ধরে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালানো হলেও, প্রত্যাশিতভাবে কেউ উপস্থিত না হওয়ায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় এনসিপি আহ্বায়ক মো. আশিকিন আলম রাজনের মোবাইলে একাধিকবার ফোন করেও সাংবাদিকরা তার বক্তব্য পাননি।
পথসভায় উপস্থিত থাকা চারকান্দা গ্রামের আজিজুল হক বলেন, ‘বিকাল থেকে অপেক্ষা করছিলাম বক্তৃতা শুনব বলে। কিন্তু তারা আমাদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন। কিছুই জানতে পারলাম না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণ লিখেছেন, ‘জীবনের প্রথম রাজনৈতিক সভায় অংশ নিতে গিয়েছিলাম, কিন্তু হতাশ হয়েছি।’
সারোয়ার জাহান রাজিব/এআরএস