Logo

সারাদেশ

নান্দাইলে গার্মেন্টসে নার্সকে ধর্ষণের অভিযোগে শ্রমিকদের কর্মবিরতি

Icon

নান্দাইল (ময়মনসিংহ)

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:২১

নান্দাইলে গার্মেন্টসে নার্সকে ধর্ষণের অভিযোগে শ্রমিকদের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি এলাকায় ম্যাজিক সোয়েটার গার্মেন্টসে কর্মরত এক নারী নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গার্মেন্টসে খাবারের কথা বলে ডেকে নিয়ে ওই নার্সকে নিজের কক্ষে ধর্ষণ করেন রেজাউল করিম—এমন অভিযোগ শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে রোববার (২৭ জুলাই)।

এরপরই শত শত শ্রমিক গার্মেন্টসে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গার্মেন্টসে কর্মরত ইলেকট্রিশিয়ান জুয়েল আহম্মেদ বলেন, ঘটনার দিন রেজাউল করিমের রুমে গিয়ে আমি তাকে এবং নার্সকে আপত্তিকর অবস্থায় দেখি। এরপর আমাকে চাকরি ছাড়তে বলা হয়। এমন অনৈতিক কাজ তিনি আগেও করেছেন বলেও দাবি করেন তিনি।

একই অভিযোগ করেন গার্মেন্টসের ফিনিশিং ইনচার্জ হাফিজুর রহমান ও শ্রমিক আসমা।

অভিযুক্ত রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গার্মেন্টসের পরিচালক ফয়সাল আহম্মদ মোবাইল ফোনে বলেন, ‘ঘটনাটি সত্য নয়।’

সারোয়ার জাহান রাজিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ পোশাক শ্রমিক আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর