মাদক কিনতে টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:২৩
---2025-07-27T202319-6886367159c24.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের উজিরপুরে মাদক কিনতে টাকা না দেওয়ায় এক মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহ আলম খান (৬৫)। তিনি বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মচারী। অভিযুক্ত ছেলে মো. শাহারিয়ার শিমুল (৩৫) কে স্থানীয়রা গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করেছেন।
নিহতের ছোট ভাই দুলাল খান জানান, শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটাত। রোববার দুপুরে টাকা না পেয়ে রাস্তায় চলার সময় বাবা শাহ আলমকে ছুরিকাঘাত করে শিমুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল তার বাবার গলা ও বুকে ছুরিকাঘাত করেন। ছুরিটি গলায় আটকে গেলে শাহ আলম ঘটনাস্থলেই পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গ্রামবাসীরা শিমুলকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘শাহ আলম খানের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।’
এমআই