সৈয়দপুরে মসজিদে নামাজ আদায়ের সময় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৩১

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর সৈয়দপুরে যোহরের নামাজ আদায়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মনোয়ার হোসেন (৫৮) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া মহল্লার মসজিদ ই-তুবাতে এ ঘটনা ঘটে।
মনোয়ার হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার চুনাগাড়ী গ্রামের বাসিন্দা। ব্যবসার প্রয়োজনে তিনি দীর্ঘ দুই দশক ধরে সৈয়দপুরে বসবাস করছিলেন এবং শহরের বিভিন্ন এলাকায় ফেরি করে ঝালমুড়ি, বাদাম ও আচার বিক্রি করতেন।
সর্বশেষ তিনি নয়াটোলা মহল্লার একটি বাসায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই সেরাজুল ইসলাম জানান, মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হয়েছে এবং রাতেই দাফন সম্পন্ন হবে। মনোয়ার হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে বিদেশে কর্মরত এবং মেয়ের বিয়ে হয়ে গেছে।
এআরএস