Logo

সারাদেশ

রূপগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ১৫ লাখ টাকার মালামাল লুট

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৪৫

রূপগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ১৫ লাখ টাকার মালামাল লুট

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের পোশাক পরা দুর্বৃত্তদের হাতে এক স্বর্ণ ব্যবসায়ী অপহরণের পর লুটের শিকার হয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী সৈকত বিশ্বাস (২৮) মুড়াপাড়া বাজারের ‘মধু জুয়েলারী’ কারখানার মালিক ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

শনিবার (২৬ জুলাই) রাতে তাঁতীবাজার থেকে লেগুনায় করে বাড়ি ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় র‌্যাবের পোশাক পরিহিত ৭-৮ জন দুর্বৃত্ত তার লেগুনার গতিরোধ করে। পরে মারধর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়।

সৈকতের দাবি, তার কাছ থেকে নগদ ১ লাখ ৭ হাজার টাকা, ১ জোড়া রুপার পায়েল, দুটি স্বর্ণের চেইন ও সাত ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে তাকে মতিঝিলের ইউনুস টাওয়ারের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা যাত্রাবাড়ি থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে।

যাত্রাবাড়ি থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

এন বি আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর