বিতর্কিতদের দিয়ে বিএনপির ‘সার্চ কমিটি’ গঠন, তৃণমূলে ক্ষোভ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৪৮
---2025-07-27T204804-68863c374ab88.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খুলনার কয়রা উপজেলায় বিএনপির ইউনিয়ন পর্যায়ের সার্চ কমিটিতে দলত্যাগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ঘিরে ক্ষোভে ফুসছে স্থানীয় নেতাকর্মীরা। এসব কমিটিতে আওয়ামী লীগের হয়ে অতীতে কাজ করা ব্যক্তিদের রাখার অভিযোগ তুলে রোববার (২৭ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কয়রা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা দাবি করেন, জেলা বিএনপির একাংশ দলীয় আদর্শ ও কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও অতীতে নৌকার পক্ষে কাজ করা ব্যক্তিদের ‘সার্চ কমিটি’তে যুক্ত করেছেন। তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানান।
কয়রার সাতটি ইউনিয়নে গঠিত সার্চ কমিটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে উত্তর বেদকাশি ইউনিয়নের কমিটি। এখানে কমিটির প্রধান করা হয়েছে সরদার মতিয়ার রহমানকে, যিনি ২০১৮ সালের ২৫ ডিসেম্বর বিএনপির পদত্যাগ করে আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে শুরু করেন এবং নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন।
মহেশ্বরীপুর ইউনিয়নের সার্চ কমিটিতে ১৯ সদস্যের মধ্যে ৯ জনই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন প্রতিবাদকারীরা। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কমিটিতে আছেন বর্তমান ইউপি সদস্য গোলাম কিবরিয়া, যিনি নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন।
আমাদি ইউনিয়নের সার্চ কমিটিতে রাখা হয়েছে সোহেল রানা নামের এক ব্যক্তিকে, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ এবং ২০১৮ সালের নির্বাচনে তাঁর প্রচারে সক্রিয় ছিলেন।
এছাড়া, মহারাজপুর ইউনিয়নের সার্চ কমিটিতে স্থান পাওয়া ফয়জুল করিম খোকন ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নির্বাচনী এজেন্ট। কয়রা সদর ইউনিয়নের সার্চ কমিটির সদস্য এফ এম মনিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন রেজার সভায় বক্তৃতা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কয়রা উপজেলা যুবদলের সদস্যসচিব মোহতাসিম বিল্লাহ বলেন, ‘যারা দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে অবস্থান করেছে, এখন তাদের বিএনপির সার্চ কমিটিতে বসানো হচ্ছে। এটি দলের প্রতি চরম অবমাননা।’
কয়রা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মোস্তফা বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির স্পষ্ট নির্দেশনা রয়েছে, আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নেওয়া বা প্রচারে জড়িত ব্যক্তিদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকতে পারে না। অথচ এখানে সেই নির্দেশনার প্রকাশ্য লঙ্ঘন করা হচ্ছে।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সার্চ কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা মোল্লা খায়রুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটিতে বিতর্কিত কেউ আছেন-এমন অভিযোগ এখনও পাইনি। যদি সুস্পষ্ট অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।’
তরিকুল ইসলাম/এমআই