ঝিনাইদহে গার্মেন্টস শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:১১

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজার এলাকায় ভাড়া থাকা তরিকুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) বিকেলে বাড়ির দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তরিকুল ইসলাম সদর উপজেলার কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের ভাই আজিজুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে তরিকুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার তার স্ত্রীর তালাকনামা বাড়িতে পৌঁছালে তরিকুলকে খুঁজতে গিয়েছিলেন। পরে ভাড়া বাড়িতে গিয়ে তিনি বিছানার ওপর গলিত মরদেহ দেখতে পান।
নিহতের ভাগ্নে ইয়াসিন জানান, মামি জুনিয়া খাতুন তালাক দিয়ে চলে যাওয়ার পর তার মামা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অথবা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে পারেন। তরিকুল গার্মেন্টসে চাকরির মাধ্যমে অনেক টাকা জমিয়েছিলেন। টাকা শেষ হওয়ার পর সংসারে টানাপোড়েন শুরু হয় এবং এক পর্যায়ে মামিও তালাক দিয়ে চলে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহটি চেনার উপায় নেই। সম্ভবত এক সপ্তাহের বেশি আগে মারা গেছেন। শরীর পচে যাওয়ায় চামড়া ঝড়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এআরএস