Logo

সারাদেশ

কুয়াকাটা সি-বিচ রক্ষায় প্রশাসনের আশ্বাস

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:২৩

কুয়াকাটা সি-বিচ রক্ষায় প্রশাসনের আশ্বাস

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে স্থানীয়দের মানববন্ধনের পরপরই সাড়া দিয়েছে প্রশাসন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার ও পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুয়াকাটা পরিদর্শনে যান। তারা সৈকতের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সম্প্রতি কুয়াকাটা সি-বিচের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙনের কারণে উদ্বেগ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। পর্যটননির্ভর এ জনপদ রক্ষায় রোববার দুপুরে নানা শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার সাংবাদিকদের বলেন, ‘সরকার কুয়াকাটাকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভাঙনরোধে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি উপদেষ্টা মহোদয়কে অবহিত করার পর তিনি দ্রুত সাড়া দিয়েছেন এবং সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, বরং এখানে হাজারো মানুষের কর্মসংস্থান রয়েছে। সরকার এ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে।’

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, সৈকতের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ তদারকির জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের আশ্বাসে কিছুটা আশ্বস্ত হলেও স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়ন। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘এই সৈকত না থাকলে এখানে পর্যটক আসবে না, ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। তাই দ্রুত পদক্ষেপ দেখতে চাই।’

কুয়াকাটার এক তরুণ শিক্ষার্থী বলেন, ‘ভাঙনের মুখে থাকা কুয়াকাটা শুধু পর্যটন নয়, আমাদের জীবনের অংশ। এখন সময় এসেছে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের।’

  • জাকারিয়া জাহিদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর