Logo

সারাদেশ

ভাঙনের কবলে সেন্টমার্টিন, বেড়িবাঁধ না হলে বিলীনের শঙ্কা

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:৪১

ভাঙনের কবলে সেন্টমার্টিন, বেড়িবাঁধ না হলে বিলীনের শঙ্কা

ছবি : বাংলাদেশের খবর

সাগরের প্রবল ঢেউয়ের আঘাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। দ্বীপের উত্তর ও পশ্চিম প্রান্তে জোয়ারের পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।  দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে সেন্টমার্টিন অচিরেই সাগরে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও আমাবশ্যা কেন্দ্রিক জোয়ারের প্রভাবে দ্বীপের একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে। দ্বীপের উত্তর-পশ্চিম অংশে প্রতিদিন সাগরের পানি লোকালয়ে ঢুকছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, ‘দ্বীপের চারপাশে বেড়িবাঁধ না থাকায় প্রতিনিয়ত সাগরের ঢেউ আঘাত হানছে। ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে সেন্টমার্টিন রক্ষা করা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে গত পাঁচ দিন ধরে টেকনাফ থেকে সেন্টমার্টিনের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। দ্বীপে এখনো বড় ধরনের খাদ্য সংকট দেখা না দিলেও পরিস্থিতি দীর্ঘ হলে সংকট দেখা দিতে পারে।’ 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ‘ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আমরা সরকারের উচ্চ মহলে জানাব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

  • ইব্রাহীম মাহমুদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর